Thursday, August 28, 2025
HomeScrollআপ সরকার করেনি, এবার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করবে দিল্লি সরকার

আপ সরকার করেনি, এবার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করবে দিল্লি সরকার

ওয়েবডেস্ক: আগামী ৫ এপ্রিল থেকে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)  প্রকল্প শুরু করতে চলেছে দিল্লি সরকার (Delhi Goverment)। এই প্রকল্পের প্রধান লক্ষ্য, গরিব, দুঃস্থ মানুষের স্বাস্থ্য পরিষেবা। দিল্লির সরকারের অভিযোগ, মোদি সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প পূর্বতন আপ সরকার (APP Government) মানুষের স্বার্থে ব্যবহার করেনি, কিন্তু বর্তমান দিল্লি সরকার মানুষের জন্য সেই পরিষেবা দেবে।

দিল্লিতে আপ সরকারকে হারিয়ে গদিতে বসেছেন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা (Rekha Gupta)। তার পর থেকেই বিজেপির নয়া সরকারের বক্তব্য, তারা মানুষের জন্য জনহিতকর কাজের জন্য তাদের পাশে আছে। বিজেপি সরকার স্বাস্থ্যসেবা পরিকাঠামো উন্নত করার জন্য এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং (Health Minister Pankaj Singh) জানিয়েছেন, সরকারের লক্ষ্য গরিব থেকে অত্যন্ত গরিব, দুঃস্থ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। যাদের সবচেয়ে বেশি প্রয়োজন আগে দিল্লি সরকার তাদের জন্য স্বাস্থ্য কার্ড দেবে। স্বাস্থ্যমন্ত্রীর মতে, সরকার ১০ এপ্রিলের মধ্যে এক লক্ষ লোককে তালিকাভুক্ত করার লক্ষ্য নিয়েছে। অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) এর আওতাধীন সুবিধাভোগী এবং অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারগুলিকে তালিকার প্রথমে রাখা হয়েছে।  আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে, রোগীদের সমস্ত রেকর্ড ডিজিটালভাবে রক্ষণাবেক্ষণ করা হবে। ডিজিটালি আরও ভালোভাবে নজরদারি চালানো সম্ভব হবে।

আরও পড়ুন: “অনভিপ্রেত…,” সুপ্রিম রায়ের পর আর কী বললেন সোমা দাস?

স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং বলেন, “সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আয়ুষ্মান ভারত প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে হবে। “আমরা প্রথমে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কার্ডগুলি প্রদান করব, যার মধ্যে অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) এবং অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারগুলি অন্তর্ভুক্ত থাকবে। পরে আরও মানুষ এই তালিকায় আসবে।

AAY হল ২০০০ সালে চালু হওয়া একটি সরকারি প্রকল্প। যা দরিদ্রতম পরিবারগুলিকে উচ্চ ভর্তুকিযুক্ত খাদ্য সরবরাহের জন্য চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে, দারিদ্র্যসীমার নীচে (BPL) বিভাগের মধ্যে “সবচেয়ে দরিদ্র” পরিবারগুলিকে চিহ্নিত করার পর, সরকার তাদের উচ্চ ভর্তুকিযুক্ত হারে ৩৫ কেজি পর্যন্ত চাল এবং গম কিনতে অনুমতি দেয় – প্রতি কেজি চালের জন্য ৩ টাকা এবং গমের জন্য ২ টাকা। জাতীয় স্বাস্থ্য নীতি ২০১৭-এর সুপারিশ অনুসারে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের মধ্যে রয়েছে আয়ুষ্মান আরোগ্য মন্দির, ক্রিটিক্যাল কেয়ার ব্লক, ইন্টিগ্রেটেড ডায়াগনস্টিক সুবিধা, পিএমজেএওয়াই এবং জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন।

দেখুন অন্য খবর-

 

 

 

 

 

 

Read More

Latest News